আফগানদের বাংলাওয়াশ করা হয়নি উল্টো শেষ ম্যাচে টাইগাররা হেরেছে বড় ব্যবধানে। আগেই টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিলো তামিমের দল। এবার মাহমুদউল্লাহ রিয়াদের পরীক্ষা দেওয়ার পালা, বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ।
বিসিবিক থেকে জানানো হয়েছে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ধরনের টিকেট ছাড়া হচ্ছে। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা
ক্লাব হাউজ: ৩০০ টাকা
উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা
পূর্ব পাশের স্ট্যান্ড: ১০০ টাকা করে
বিসিবি আগেই জানিয়েছিলো মিরপুরের গ্যালারিতে তারা শতভাগ দর্শক রাখতে চায়। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি বিবিসি।