বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন। মডেল ‘নর্ড সিই ৩’। ফোনটি বাজারে আসার আগেই এর বিভিন্ন ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। যদিও ফোনটির কনফিগারেশন সম্পর্ক ওয়ানপ্লাসের পক্ষ থেকে কিছুই জানানো হয়।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ মডেলে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এর ডিসপ্লে হবে ৬.৭ ইঞ্চির। ফুল এইডি প্লাস রেজুলেশন মিলবে এই ডিসপ্লেতে। থাকছে এইচডি আর সাপোর্ট।
ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে অ্যাড্রিনো ৬১৯ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ৮ জিবি র্যামের এই ডিভাইস চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
ফোনটির প্রাইমারি ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। যদিও এই সম্পর্কে ওয়ানপ্লাস কোনো মন্তব্য করেনি।
খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হয়ে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে এই ফোন টেস্টিংয়ের খবর সামনে এসেছিল। সম্প্রতি ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে হোল পাঞ্চ কাটআউট। এছাড়াও ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের সঙ্গেই এই ফোনের নিচে থাকবে স্পিকার গ্রিল।