মোহাম্মদ নাঈম এবার মিনিস্টার ঢাকার একাদশ থেকে বাদই পড়েছেন। কোনো পজিশনে এই বাঁহাতি ব্যাটসম্যান নিজেকে মেলে ধরতে না পারার খেসারত দিলেন।
নাঈমের ব্যাট থেকে ৭ ম্যাচে মাত্র ৪২ রান আসে। সর্বোচ্চ ১৫ রান করেন সিলেট সানরাইজার্সের বিপক্ষে। চার ম্যাচে আউট হয়েছেন দুই অঙ্কের ঘর না পেরোতেই।
এছাড়া খেলছেন না মাশরাফি বিন মুর্তজা। নাঈম-মাশরাফিসহ খুলনা টাইগার্সের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছে ঢাকা। একাদশে নেই মোহাম্মদ শাহজাদ ও ইবাদত হোসেন চৌধুরী। তাদের পরিবর্তে এসেছেন রুবেল হোসেন, শামসুর রহমান শুভ, জহুরুল ইসলাম অমি এবং আহমেদ ওমরজাই।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ঢাকা। অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে খুলনা।
মিনিস্টার ঢাকা একাদশ: তামিম ইকবাল, জহুরুল ইসলাম, শামসুর রহমান শুভ, ইমরানুজ্জামান, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইস আহমেদ, ফজল হক ফারুকী, আরাফাত সানি, আহমেদ ওমরজাই, রুবেল হোসেন ও শুভাগত হোম।
খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, মুশফিকুর রহিম, রনি তালুকদার, ইয়াসির আলি রাব্বি, থিসারা পেরেররা, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, সিকান্দার রাজা ও রুয়েল মিয়া।