এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালনে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রতিটি দেশের জন্য হজ কোটা প্রকাশ করেছে। দেশটির প্রকাশিত তথ্য অনুযায়ী প্রাপ্ত কোটা অনুযায়ী বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। সর্বোচ্চ কোটা পেয়েছে ইন্দোনেশিয়া। -খবর উম্মিদ ডটকমের।
প্রকাশিত তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে এক লাখ ৫১ জন, পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২ জন, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন, নাইজেরিয়া থেকে ৪৩ হাজার আট জন, তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন এবার হজে যেতে পারবেন।
সৌদি হজ মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক লোক এবার হজ করতে পারবে। এরপর রয়েছে যথাক্রমে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ।
সৌদি আরব ১০ এপ্রিল ঘোষণা করেছিল যে তারা আসন্ন হজ মওসুমে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১০ লাখ লোককে হজ করার সুযোগ দেবে।
সাধারণভাবে ২৫ লাখের বেশি লোক হজ করে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ ও ২০২১ সালে সৌদি কর্তৃপক্ষ হজ আয়োজন সীমিত করে।
২০২১ সালে মাত্র ৬০ হাজার লোক হজ করতে সক্ষম হয়েছিলেন। আর ২০২০ সালে হজ করেছিলেন মাত্র এক হাজার লোক।
এবারের হজ হবে ৭ বা ৮ জুলাই। চাঁদ দেখার ওপর নির্ভর করবে হজের চূড়ান্ত তারিখ।