ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় রিকশা চলাচল শৃঙ্খলা আনার লক্ষে ইতোমধ্যে বেশ কিছু রিকশাকে লাইসেন্স দিয়েছে সংস্থাটি। তাদের পথ অনুসরণ করে উত্তর সিটি করপোরেশনও রিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৭ম করপোরেশন বাজেট সভায় রিকশার লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করা হয়েছে।
রিকশার লাইসেন্স দেওয়ার লক্ষে পাঁচ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে ইতোমধ্যে অফিস আদেশ জারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব করা হয়েছে উপ-প্রধান রাজস্ব কর্মকর্তাকে। কমিটির বাকি সদস্য হলো- ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, ডিএনসিসির আইন কর্মকর্তা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন সিস্টেম এনালিস্ট।
ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশের কথা জানিয়ে বলেন, দ্বিতীয় পরিষদের ৭ম করপোরেশন সভায় সিদ্ধান্ত মোতাবেক গঠিত কমিটি রিকশার লাইসেন্স প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করবে।
ডিএনসিসির এক পরিসংখ্যানে জানা গেছে, বর্তমানে প্রায় ১১ লাখ রিকশা চলছে ঢাকায়। দীর্ঘদিন এর লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছিল সিটি করপোরেশন। গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন করে রিকশার নিবন্ধন দেওয়ার কাজ শুরু করেছে। ১৯৮৬ সালের পর রিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রাখে সিটি করপোরেশন। ফলে অবৈধভাবে রাজধানীতে চলতে থাকে রিকশা।
জানা গেছে, রাজধানীতে বৈধ রিকশা আছে ৭৯ হাজার ৫৫৪টি, আর অবৈধ রিকশা আছে প্রায় ১০ লাখের বেশি। এসব অবৈধ রিকশাকে বৈধতা দেওয়ার লক্ষ্যে গত বছর থেকে রিকশার নিবন্ধন দিতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দক্ষিণ সিটির পাশাপাশি এবার রিকশা নিবন্ধন দিতে উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।