খিলগাঁও থেকে আব্দুর রাজ্জাক (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আজ (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৩।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর খিলগাঁও এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের মূলহোতা মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইলফোন এবং নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে রাজ্জাক জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন। এ বিষয়ে রাজ্জাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।