ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় একের পর এক নিজের রূপের আলো ছড়িয়েই যাচ্ছেন। মাঝে মাঝে করছেন লুক চেঞ্জ। নিজেকে নতুন করে মেলে ধরার কৌশল যেন থামছেই না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন একের পর এক ছবিও। সম্প্রতি লম্বা চুল কেটে একেবারে পাল্টে দিয়েছেন তার চেহারা। শ্রাবন্তীকে এই নতুন লুক দিয়েছেন টলিউডের হেয়ার স্টাইলিস্ট জলি চন্দা।
শ্রাবন্তীর এই নতুন লুক দেখে তার ভক্তদের মধ্যে অনেকেই লিখেছেন, নায়িকাকে একেবারে মায়ার বাঁধন ছবির ছোট্ট শ্রাবন্তী মনে হচ্ছে। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। তবে একটি কথা সবাই স্বীকার করেছেন, শ্রাবন্তীকে দেখে চেনা দায়!
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা সিনেমা কাবেরী অন্তর্ধান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সূএ: ঢাকা পোস্ট ডটকম