অপারেটিং সিস্টেম উইন্ডোজের দুটি ভার্সনে ক্রোমের আর আপডেট দেবে না মার্কিন টেক জায়ান্ট গুগল। চাইলে উইন্ডোজের এই ভার্সনে গুগল ক্রোম ব্যবহার করা যাবে, তবে নতুন কোনো আপডেট মিলবে না। এতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে।
নিজেদের সাপোর্ট ফোরামে গুগল জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩-এর শুরু থেকে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ চালিত ডিভাইসে গুগল ক্রোমের আপডেট পাওয়া যাবে না। এ সমস্যা থেকে মুক্তি পেতে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের উইন্ডোজ আপগ্রেড করতে বলা হয়েছে। গুগল ক্রোমের ভি১১০ ভার্সন রোল আউট হলেই এই সমস্যায় পড়বেন পুরোনো ব্যবহারকারীরা।
আগামী বছরের ১০ জানুয়ারি উইন্ডোজ ৭ ও ৮.১ এর সাপোর্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে আরেক মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। মূলত এ ঘোষণার পরই গুগলের পক্ষ থেকে ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম আপগ্রেড করতে বলা হচ্ছে।
এদিকে এক ঘোষণায় মাইক্রোসফট তাদের ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ সাপোর্টসহ নতুন পিসি কেনার পরামর্শ দিয়েছে। বলা হচ্ছে, পুরোনো পিসিতে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করলে সিস্টেম ধীর হয়ে যেতে পারে