আসছে ঈদুল ফিতরের নতুন একটি ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী লারা লোটাস। নাটকটির নাম ‘শ্বশুরবাড়ি ঈদের হাঁড়ি’। সাত পর্বের এই ধারাবাহিকের শুটিংয়ে বর্তমানে অংশ নিচ্ছেন লারা। জাহিদ বাবুলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম রুবেল রানা। লারা লোটাস বলেন, খুব সুন্দর গল্পের একটি নাটক। কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। এর বাইরে সম্প্রতি লারা লোটাস উপস্থাপনা করেছেন একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের।
‘বৃদ্ধাশ্রমে ঈদ’ শিরোনামের এ অনুষ্ঠানটি বিটিভির জন্য নির্মাণ হয়েছে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন মাহবুবা জ্যামিন। লারা বলেন, এ অনুষ্ঠানটি উপস্থাপনা করে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। বৃদ্ধাশ্রমে কীভাবে ঈদ পালন হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অনেকটা আবেগি হয়ে পড়েছিলাম অনুষ্ঠানটি করতে গিয়ে। সূএ:মানবজমিন