ঈদ উপলক্ষে দেশের এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ রুটে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এর মধ্যে ঢাকা থেকে বাড়ি ফেরার ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। ঢাকায় ফেরার চাপ ৫ ও ৬ মে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, তারা এক মাস আগে থেকেই ঈদের টিকিট বিক্রি শুরু করেছে। এপ্রিলের ২৯ ও ৩০ তারিখের রাজশাহী, যশোর ও সৈয়দপুর রুটের টিকিটের চাহিদা বেশি দেখা যাচ্ছে। এছাড়া ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৭ থেকে ১০ দিন কক্সবাজার ও সিলেটের বিমানের টিকিটের চাহিদা বেশি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা থেকে বাড়ি ফেরার ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। ঢাকায় ফেরার চাপ ৫ ও ৬ মে।
তিনি বলেন, বাড়ি ফেরার টিকিট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বরিশাল, রাজশাহী, সৈয়দপুর ও যশোরের। ঈদের পর কক্সবাজারে যাওয়ার চাপ থাকবে।
নভোএয়ারও অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বলে জানা গেছে।