জামালপুর প্রতিনিধি।। সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুলের মন্তব্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
শনিবার(২৯ অক্টোবর) স্থানীয় ঐতিহাসিক বটতলা চত্বরে সকাল ১১ থেকে দেড় ঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। অবস্থান ধর্মঘটে জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য যে,গত বুধবার(২৬ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠে। এরই প্রতিবাদে ইসলামপুর প্রেসক্লাবে জরুরি প্রতিবাদ সভা করে প্রতিবাদ জানান সাংবাদিকরা।ওই দিন ৩দিনের প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মসূচি ঘোষণা করেন ।
Facebook Comments Box