লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে বলিয়াদহ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের নব নির্মিত উর্ধবমূখী ৪র্থ তলা সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
শুক্রবার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়নে দেড়কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
বলিয়াদহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগেে সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, বলিয়াদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজওয়ানুল ইসলাম সেলিম প্রমূখ।
Facebook Comments Box