মোংলায় ১৮৭ পিস ইয়াবাসহ মো. মাসুদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আজ (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা এম মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. মাসুদ (৩২) খুলনা সদর উপজেলার ২ নম্বর কাস্টম ঘাট এলাকার বাসিন্দা।
এম মামুনুর রহমান জানান, রোববার (৫ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার পিকনিক কর্ণার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী মাসুদের দেহ তল্লাশি করলে তার কাছে থাকা ১৮৭ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দ করা ইয়াবা, মোটরসাইকেল এবং গ্রেফতার মাসুদকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।