ইবাইসসহ দেশের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা নেই। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিগগিরই সতর্কতা জারি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয় তিনটি হলো- ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।
দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক অনিয়ম-দুর্নীতি চলছে । বিশ্ববিদ্যালয়কে ব্যক্তিগত অফিসের মতো চালাচ্ছেন কেউ কেউ।
এমন সব অভিযোগ জমা হওয়ার পর দেশের ২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। চলমান তদন্তে এখন পর্যন্ত তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন দেয়া হয়েছে। এ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করতে যাচ্ছে ইউজিসি।
এবিষয়ে ইউজিসির একজন সদস্য জানান, প্রায় দুই ডজন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কিছু অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ে আর কিছু ইউজিসিতে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটির তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এরই মধ্যে তিন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে গণবিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত হয়েছে। চলতি সপ্তাহের যে কোনো দিন তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইউজিসি সূত্র।