ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনীর। সেখানে বহু সাংবাদিক যুদ্ধের ক্ষয়ক্ষতির ভিডিও ধারণের পাশাপাশি সর্বশেষ তথ্য জানাচ্ছেন। তাদেরই একজন রুশ সাংবাদিক ওকসানা বাউলিনা। তিনি ইনসাইডার নামক একটি সংবাদমাধ্যমে সাংবাদিকতা করতেন। রুশ হামলায় পোডিল জেলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। সেগুলোর ভিডিও ধারণের সময় প্রাণ হারিয়েছেন তিনি।
বিবিসি জানায়, ওকসানা বাউলিনা রাশিয়ার একটি স্বাধীন সংবাদমাধ্যম ইনসাইডারে কাজ করতেন। পডিল জেলায় রুশ বাহিনীর হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়ে যায়। সেগুলোরই তথ্য চিত্র ধারণ করছিলেন। চিত্র ধারণের এক পর্যায়ে রুশ বাহিনীর গোলার আঘাতে মারা যান।
এ সময় আরও দুই সাংবাদিক আহত হন। তবে তাদের পরিচয় জানায়নি ইনসাইডার।
গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু হয়। তারপর থেকে ওকসানা বাউলিনা নিয়মিত রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিব থেকে যুদ্ধের বহু ভিডিও নিজ সংবাদমাধ্যমে পাঠিয়েছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইনসাইডার।
সাংবাদিকতা শুরুর পূর্বে ওকসানা বাউলিনা পুতিনের কট্টোর সমালোচক ও বিরোধী দলের প্রধান নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন। গত বছর ওই ফাউন্ডেশনকে ‘অবৈধ’ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে পুতিন সরকার। ফলে সংস্থাটির অনেক কর্মী দেশ ছাড়তে বাধ্য হয়।
গত এক মাসের যুদ্ধে এখনও পর্যন্ত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।