ইউক্রেনের বুচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবরের স্যাটোলাইট ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত রবিবার স্যাটেলাইট চিত্র প্রকাশ করে মাক্সার।
মাক্সার জানায়, গত ১০ মার্চ সেন্ট অ্যান্ড্রু অ্যান্ড পেয়ারভজভান্নোহো অল সেইন্টস গির্জায় গণকবরের সন্ধান পাওয়া যায়। আর গত ৩১ মার্চ দেখা গেছে, গির্জা এলাকার দক্ষিণ-পশ্চিম অংশে প্রায় ৪৫ ফুট দীর্ঘ পরিখাযুক্ত একটি সমাধিস্থল রয়েছে।
গত শনিবার রয়টার্সের সাংবাদিকরা বুচা শহর পরিদর্শন করেছেন। তারা জানান, একটি গির্জা এলাকায় শনাক্ত হওয়া গণকবর এখনো উন্মুক্ত অবস্থায় আছে। সেখানে দেখা গেছে, লাল কাদামাটি ভেদ করে মানুষের হাত–পা বের হয়ে আছে।
গত রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিও এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তাদের সাংবাদিকরাও বুচা শহরের রাস্তায় কমপক্ষে ২০টি মরদেহ পেড়ে থাকতে দেখে। এসময় সবার পরনে ছিল বেসামরিক পোশাক।