ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষের আড়াইঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে উত্তেজিত শিক্ষার্থীরা কলেজের ভেতরে, ছাদে ও তেলপাম্প এলাকায় অবস্থান নিয়েছে। তারা পুলিশ গুলি ছুড়েছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করছেন।
সোমবার রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানায় পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের বড় একটি অংশ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। অর্ধশতাধিক শিক্ষার্থী তেলপাম্পের সামনে অবস্থান নিয়েছে। তাদের হাতে লাঠি, রড, স্ট্যাম্প দেখা গেছে। কলেজের ভেতরে শিক্ষার্থীদের একটি অংশ পুলিশ গুলি ছুড়েছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করছেন। কিছু শিক্ষার্থী কলেজের ছাদ থেকে পুলিশ ও ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করে এখনো ইটপাটকেল ছুড়ছেন।
এদিকে, নুরজাহান ও ধানমন্ডি হকার্স মার্কেটের ভেতরে অবস্থান করছেন ব্যবসায়ীরা। এর পাশেই কয়েকটি মোটরসাইকেল পুড়ছে। পুলিশ সদস্যদের থেমে থেমে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে দেখা গেছে। ঢাকা কলেজ ও নিউমার্কেট এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়েছে রেখেছে। ফলে ওইসব সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, ‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা শিক্ষার্থী ও ব্যবসায়ী দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছি।’