ফাইল ফটো
সাভারের আশুলিয়ায় অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতিসহ তিনটি ছুরি জব্দ করা হয়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর তেলিবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— টাঙ্গাইলের ঘাটাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে মানিক (১৯), লালমনিরহাটের উত্তর বালা পাড়া এলাকার আদম আলীর ছেলে জুয়েল (২১) ও মানিকগঞ্জের কুলিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে তারেক (১৮)।
স্থানীয়রা জানান, গত রোববার (১ অক্টোবর) বিকেলে অভিযুক্ত এই তিন ছিনতাইকারী আশুলিয়ার জিরানী বাজার থেকে একটি অটোরিকশা করে শিমুলিয়ার আমতলা এলাকায় যান। পরে সেখানের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিকশাচালকের গলায় ছুরি ধরে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এরপর ছিনতাই করা অটোরিকশাটি তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝালসুকা এলাকায় নিয়ে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে।
এসআই ভজন চন্দ্র রায় বলেন, সজিব মিয়া নামে এক অটোরিকশা চালকের সহায়তায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। ছিনতাইকারীরা তার রিকশায় বসে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি করছিলো আর এতে সজিবের সন্দেহ হওয়ায় স্থানীয়দের সাহায্যে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে আটকরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।