আ’লীগ চেতনায় লালিত ইসি: রিজভী

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আওয়ামী লীগ চেতনায় লালিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

তিনি বলেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিত।

মঙ্গলবার (১ মার্চ) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিজভী।

 

অনুষ্ঠান শুরুর আগে জাসাস উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ধাক্কাধাক্কি হয়। অবশ্য পরক্ষণেই তা থেমে যায়।

 

গত রোববার (২৭ ফেব্রুয়ারি) শপথ নেন নতুন নির্বাচন কমিশনাররা। তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি।

 

‘সব রাজনৈতিক দল অংশ নিলে কেউ কিছু করতে পারবে না’— নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন। তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজকে সব গণতান্ত্রিক ব্যবস্থা কবর দেওয়া হয়েছে।’

পুরো নির্বাচন কমিশন, পুরো সার্চ কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে তিনি বলেন, ‘এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত, তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন এ ধরনের দৃষ্টান্ত অতীতের কারো মধ্য থেকে পাইনি।’ তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি বলে মনে করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

 

এ দাবিতে দেশের মানুষ সোচ্চার জানিয়ে তিনি বলেন, আন্দোলনে সারাদেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

» সীমানা বিরোধ: আদালতের রায়ের পর সিদ্ধান্ত নেবে ইসি

» নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

» দুটি ব্যাংকের তিনটি কার্ড ব্যবহার করে ৬ লাখ টাকা প্রতারণার, গ্রেফতার ১

» বাংলাদেশে সবচাইতে আগে জরুরি জাতীয় নির্বাচন : জিল্লুর রহমান

» শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী— সাক্ষ্য নাহিদের

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ’লীগ চেতনায় লালিত ইসি: রিজভী

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আওয়ামী লীগ চেতনায় লালিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

তিনি বলেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিত।

মঙ্গলবার (১ মার্চ) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিজভী।

 

অনুষ্ঠান শুরুর আগে জাসাস উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ধাক্কাধাক্কি হয়। অবশ্য পরক্ষণেই তা থেমে যায়।

 

গত রোববার (২৭ ফেব্রুয়ারি) শপথ নেন নতুন নির্বাচন কমিশনাররা। তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি।

 

‘সব রাজনৈতিক দল অংশ নিলে কেউ কিছু করতে পারবে না’— নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন। তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজকে সব গণতান্ত্রিক ব্যবস্থা কবর দেওয়া হয়েছে।’

পুরো নির্বাচন কমিশন, পুরো সার্চ কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে তিনি বলেন, ‘এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত, তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন এ ধরনের দৃষ্টান্ত অতীতের কারো মধ্য থেকে পাইনি।’ তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি বলে মনে করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

 

এ দাবিতে দেশের মানুষ সোচ্চার জানিয়ে তিনি বলেন, আন্দোলনে সারাদেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com