আমার সব সিনেমা একদিকে, ‘আগুন’ একদিকে: জাহারা মিতু

ছবি:সংগৃহীত

 

২০১৯ সালে শুরু হলেও সুপারস্টার শাকিব খানের ‘আগুন’ সিনেমাটির কাজ এখনও সম্পন্ন হয়নি। মাঝে কয়েক বছর স্থগিত থাকার পর গত বছর ফের লাইট-ক্যামেরা জ্বলে ওঠে ছবিটির। ধারণা করা হয়েছিল, এবার শেষ হচ্ছে। কিন্তু না, অল্প কিছু কাজ বাকি থাকতেই নিভে যায় লাইট-ক্যামেরা।

কিং খান ব্যস্ত হয়ে পড়েন অন্য ছবিগুলো নিয়ে। সেসব মুক্তিও পেয়েছে। তবে গতি হয়নি ‘আগুনের’ । এতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনেকেই ছিলেন শঙ্কায়। সেসব শঙ্কা উড়িয়ে এরইমধ্যে সুখবর দিয়েছেন ছবিটির পরিচালক বদিউল আলম খোকন। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসেই ‘আগুনের’ জন্য শিডিউল দেবেন কিং খান। তবে এ বিষয়ে কিছুই জানেন না ছবির নায়িকা জাহারা মিতু।

jahara-20230411164826

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। আপনাদের মতোই শুনেছি শুটিং শুরু হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত না শুটিংয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি বিভিন্ন সংবাদ পড়ে জানতে পারলাম আমার পরিচালক জানিয়েছেন ২২ ডিসেম্বরের পর শুটিং শুরু হবে।

 

এ সময় ‘আগুন’ সিনেমাটিকে নিজের সন্তান সম্বোধন করে মিতু বলেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘আগুন’ আমার প্রথম সন্তান। এখনও তো মা হইনি তাই জানি না মায়ের অনুভূতি কেমন। তবে মা হওয়ার আগ পর্যন্ত ‘আগুন’ সিনেমাটাই আমার প্রথম সন্তান। আমি সবসময়ের জন্য তৈরি। যদি বলা হয় আধঘন্টা পড়ে শুটিং, তখনই চলে যাব। কিন্তু আমি আসলেই জানি না কবে থেকে শুটিং শুরু হচ্ছে।’

385880881_1754230275002696_8255891626379555471_n_(1)

পরিচালক বদিউল আলম খোকনের ওপর অগাধ আস্থা অভিনেত্রীর। তিনি বলেন, ‘‘খোকন ভাইয়ের একটা ব্যাপার হচ্ছে উনি একেবারে শিউর শটে খেলেন সবসময়। সবকিছু গুছিয়ে আমার কস্টিউম রেডি করে বলবেন, হিরোইন এত তারিখ থেকে শুটিং। আমি সবসময় ওনার থেকে এভাবেই পেয়েছি। সব প্রস্তুতি নিয়ে তারপর বলেন, এত তারিখ থেকে শুরু, যদি ফ্রি থাকো তাহলে চলো শুরু করি। সেক্ষেত্রে আমার পূর্ণ আস্থা তার ওপর। তিনি যেদিন ডাকবেন সেদিনই আমি যাব।’

 

নির্মাণেই কেটে গেল কয়েক বছর। এরইমধ্যে শাকিবের লুকেও এসেছে পরিবর্তন। মুক্তির পর ছবিটি কতটা আবেদন ছড়াতে পারবে বলে মনে করছেন— জানতে চাইলে মিতু বলেন, ‘‘দেখুন এই সিনেমার সঙ্গে আমি শুধু বাস্তবিকভাবেই যুক্ত নই। ‘আগুন’ আমার আবেগ। ওই জায়গা থেকে আমি সবসময় ছবিটি নিয়ে ইতিবাচক কথা বলব। কারণ আমি ‘আগুন’ দ্বারা প্রভাবিত। পৃথিবীর সব সিনেমা একদিকে আর ‘আগুন’ আমার কাছে একদিকে।’’

sz-20221105143309

সবশেষে ছবি ও শাকিব খানকে নিয়ে মিতু বলেন, ‘‘আগুন’ নাচ-গানে ভরপুর একটি সিনেমা। ফ্যামিলি-অ্যাকশন ড্রামা। ওই জায়গা থেকে এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। আর বাণিজ্যিক ছবির কোনো বিকল্প নেই। অন্য ধারার ছবিগুলো শুধু মাল্টিপ্লেক্স নির্ভর থাকে। বাণিজ্যিক সিনেমার চাহিদা সর্বত্র। আর শাকিব খানের সিনেমা যেমন হয় ‘আগুন’ তেমন। পুরো সিনেমা শাকিবময়। শাকিব খানের যারা ফ্যান তারা তাকে যেভাবে দেখতে চায়, হাত তালি দিতে চায়, শিষ বাজাতে চায় সেরকম একটি সিনেমা ‘আগুন’।’

 

এর আগে ছবিটির শুটিং শুরু হওয়া নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‘সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন শাকিব। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।’’

zmitu-20220414185444

২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। পরে গত বছর ফের শুরু হয় শুটিং। শেষ হয় ৮০ শতাংশের মতো কাজ।

ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ। সূএ:ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমার সব সিনেমা একদিকে, ‘আগুন’ একদিকে: জাহারা মিতু

ছবি:সংগৃহীত

 

২০১৯ সালে শুরু হলেও সুপারস্টার শাকিব খানের ‘আগুন’ সিনেমাটির কাজ এখনও সম্পন্ন হয়নি। মাঝে কয়েক বছর স্থগিত থাকার পর গত বছর ফের লাইট-ক্যামেরা জ্বলে ওঠে ছবিটির। ধারণা করা হয়েছিল, এবার শেষ হচ্ছে। কিন্তু না, অল্প কিছু কাজ বাকি থাকতেই নিভে যায় লাইট-ক্যামেরা।

কিং খান ব্যস্ত হয়ে পড়েন অন্য ছবিগুলো নিয়ে। সেসব মুক্তিও পেয়েছে। তবে গতি হয়নি ‘আগুনের’ । এতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনেকেই ছিলেন শঙ্কায়। সেসব শঙ্কা উড়িয়ে এরইমধ্যে সুখবর দিয়েছেন ছবিটির পরিচালক বদিউল আলম খোকন। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসেই ‘আগুনের’ জন্য শিডিউল দেবেন কিং খান। তবে এ বিষয়ে কিছুই জানেন না ছবির নায়িকা জাহারা মিতু।

jahara-20230411164826

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। আপনাদের মতোই শুনেছি শুটিং শুরু হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত না শুটিংয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি বিভিন্ন সংবাদ পড়ে জানতে পারলাম আমার পরিচালক জানিয়েছেন ২২ ডিসেম্বরের পর শুটিং শুরু হবে।

 

এ সময় ‘আগুন’ সিনেমাটিকে নিজের সন্তান সম্বোধন করে মিতু বলেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘আগুন’ আমার প্রথম সন্তান। এখনও তো মা হইনি তাই জানি না মায়ের অনুভূতি কেমন। তবে মা হওয়ার আগ পর্যন্ত ‘আগুন’ সিনেমাটাই আমার প্রথম সন্তান। আমি সবসময়ের জন্য তৈরি। যদি বলা হয় আধঘন্টা পড়ে শুটিং, তখনই চলে যাব। কিন্তু আমি আসলেই জানি না কবে থেকে শুটিং শুরু হচ্ছে।’

385880881_1754230275002696_8255891626379555471_n_(1)

পরিচালক বদিউল আলম খোকনের ওপর অগাধ আস্থা অভিনেত্রীর। তিনি বলেন, ‘‘খোকন ভাইয়ের একটা ব্যাপার হচ্ছে উনি একেবারে শিউর শটে খেলেন সবসময়। সবকিছু গুছিয়ে আমার কস্টিউম রেডি করে বলবেন, হিরোইন এত তারিখ থেকে শুটিং। আমি সবসময় ওনার থেকে এভাবেই পেয়েছি। সব প্রস্তুতি নিয়ে তারপর বলেন, এত তারিখ থেকে শুরু, যদি ফ্রি থাকো তাহলে চলো শুরু করি। সেক্ষেত্রে আমার পূর্ণ আস্থা তার ওপর। তিনি যেদিন ডাকবেন সেদিনই আমি যাব।’

 

নির্মাণেই কেটে গেল কয়েক বছর। এরইমধ্যে শাকিবের লুকেও এসেছে পরিবর্তন। মুক্তির পর ছবিটি কতটা আবেদন ছড়াতে পারবে বলে মনে করছেন— জানতে চাইলে মিতু বলেন, ‘‘দেখুন এই সিনেমার সঙ্গে আমি শুধু বাস্তবিকভাবেই যুক্ত নই। ‘আগুন’ আমার আবেগ। ওই জায়গা থেকে আমি সবসময় ছবিটি নিয়ে ইতিবাচক কথা বলব। কারণ আমি ‘আগুন’ দ্বারা প্রভাবিত। পৃথিবীর সব সিনেমা একদিকে আর ‘আগুন’ আমার কাছে একদিকে।’’

sz-20221105143309

সবশেষে ছবি ও শাকিব খানকে নিয়ে মিতু বলেন, ‘‘আগুন’ নাচ-গানে ভরপুর একটি সিনেমা। ফ্যামিলি-অ্যাকশন ড্রামা। ওই জায়গা থেকে এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। আর বাণিজ্যিক ছবির কোনো বিকল্প নেই। অন্য ধারার ছবিগুলো শুধু মাল্টিপ্লেক্স নির্ভর থাকে। বাণিজ্যিক সিনেমার চাহিদা সর্বত্র। আর শাকিব খানের সিনেমা যেমন হয় ‘আগুন’ তেমন। পুরো সিনেমা শাকিবময়। শাকিব খানের যারা ফ্যান তারা তাকে যেভাবে দেখতে চায়, হাত তালি দিতে চায়, শিষ বাজাতে চায় সেরকম একটি সিনেমা ‘আগুন’।’

 

এর আগে ছবিটির শুটিং শুরু হওয়া নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‘সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন শাকিব। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।’’

zmitu-20220414185444

২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। পরে গত বছর ফের শুরু হয় শুটিং। শেষ হয় ৮০ শতাংশের মতো কাজ।

ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ। সূএ:ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com