ঈদ উপলক্ষে যানজট নিরসনে আগামীকাল (সোমবার,২৫ এপ্রিল) থেকে আব্দুল্লাহপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৩টি উড়াল সড়ক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
রোববার তিনি এসব কথা জানান।
এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির হবে বলে আশাবাদ জানিয়ে সচিব নজরুল ইসলাম বলেন, ঈদযাত্রা শুরুর আগে মহাসড়কে তিন চাকার বাহন নিষিদ্ধ করা হচ্ছে। সেইসঙ্গে মহাসড়কের যত্রতত্র পার্কিং বা স্টপেজ বানানো বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।