বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। এ উপলক্ষে নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে।
আজ আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরেশদ আলম মিয়াজী এ বিষয়টি নিশ্চিত করেন।
খোরেশদ আলম মিয়াজী জানান, আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে প্রথমে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। পরে শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাসহ মান্নান ভূঁইয়া পরিষদের নেতারা।
আবদুল মান্নান ভূঁইয়া ২০১০ সালের এই দিনে মারা যান। ১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নানার বাড়িতে তার জন্ম। তার পৈতৃক বাড়ি শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামে। মান্নান ভূঁইয়া নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে চারবার সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন আবদুল মান্নান ভূঁইয়া। তিনি ১৯৯১ সালে বিএনপি সরকারের শ্রম ও জনশক্তি এবং পরবর্তী সময়ে কৃষি ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জোট সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন তিনি।