ছবি : সংগৃহীত
পবিত্র রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। একই সঙ্গে ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিও এই সময়সূচিতে চলবে। রমজানে আদালতও চলবে নতুন সময়সূচিতে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং রবিবার স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি শেষে আজ সোমবার খুলেছে অফিস আদালত। সেই হিসেবে সোমবার থেকে কার্যকর হলো রমজানের নতুন অফিস সূচি।
এর আগে গত ১৩ মার্চ মন্ত্রিসভার বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। পরের দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।