ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে স্কাফ সিরাপসহ পারভেজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৯ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী পারভেজ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়; মাদকের একটি চালান শিবনগর গ্রাম থেকে অন্য জায়গায় যাবে। এমন খবর পেয়ে ভোর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ পারভেজকে হাতেনাতে আটক করে পুলিশ।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।