আখাউড়ায় পুকুরে ধরা পড়েছে এক বিরল প্রজাতির মাছ। আজ দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে ব্যবসায়ী হাসেন মিয়ার পুকুর থেকে ওই মাছটি ধরা হয়। এই বিরল প্রজাতির মাছটি এক নজর দেখতে বিভিন্ন স্থান থেকে ওই ব্যবসায়ীর বাড়িতে ভিড় করছেন লোকজন।
হাসেন মিয়ার ছোট ভাই মো. আনিসুর রহমান জানান, তার বাড়ি সংলগ্ন একটি পুকুর রয়েছে। এই পুকুরটির পানি শুকানো হচ্ছে। শুকানো শেষে দুপুরে পুকুরের মাছ ধরতে গিয়ে এই বিরল মাছটি ধরা পড়ে। এই মাছটির নাম সাকার ফিস। এর ওজন পাঁচশ গ্রামের উপরে। মাছটি শরীরে হলুদ ও কালো দাগ রয়েছে। এর আগে এরকম মাছ ধরা পড়েনি বলে জানান তিনি। মাছটি তার বাড়িতে রয়েছে। খবর পেয়ে মাছটি দেখতে তার বাড়িতে ভিড় করছেন লোকজন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আসলে এই মাছ খাওয়া যায় না। সাকার মাছ জলজ ও জীববৈচিত্র্য নষ্ট করে। দেশের উম্মুক্ত জলাশয় ও পুকুরে এই মাছ পাওয়া যাচ্ছে। মাছটি যাতে উম্মুক্ত জলাশয় ও পুকুরে প্রবেশ করতে না পারে সেদিকে সচেতন থাকতে হবে। পুকুর বা উম্মুক্ত জলাশয়ে পাওয়া গেলে তা জলাশয়ে ছেড়ে না দিয়ে ধ্বংস করতে হবে বলে জানান তিনি।