রাজধানীতে ফিল্মি স্টাইলে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যায় জড়িত থাকার অভিযোগে রিভলবারসহ আরফান উল্লাহ ওরফে দামাল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চ্যানেল২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম জানান, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু হত্যার আগে দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা বৈঠক করেছিলেন।
তিনি আরও জানান, দামালের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে টিপু হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার হওয়া অস্ত্রটিও পরীক্ষা করা হবে।
দামাল স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। টিপু হত্যার আগে তার সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে টিপু হত্যায় মূল শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ২৭ মার্চ বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওইদিন পুলিশ কমিশনার বলেন, টিপু ও প্রীতি হত্যায় গ্রেপ্তার মাসুম একাধিক মামলার আসামি।
মাসুমের বেড়ে ওঠা রাজধানীর গোড়ান এলাকায়। এরপর মতিঝিলে এসে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে জড়ায়। মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক এক শীর্ষ নেতার সঙ্গে তার রাজনৈতিক সখ্য ছিল।
এই এলাকায় ডিশ ব্যবসা ছিল মাসুমের। তার গ্রামের বাড়ি চাঁদপুর। বাবা একজন স্কুলশিক্ষক। পড়াশোনা করেছেন রাজধানীর মোহাম্মদপুরের গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে।