ফাইল ফটো
জাতীয় সংসদের দুই সংসদ সদস্যের (এমপি) মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী চূড়ান্তে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল রোববার বসবে।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
আজ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
মনোনয়ন বোর্ডের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইসির ঘোষীত তফসিল অনুসারে শূণ্য হওয়া দুটি আসনে আগামী ৫ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) উকিল আব্দুস সাত্তার ভূঞা এবং রাজধানীর আরেকেটি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল (৭৪)।