প্রায় এক মাস ধরে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের দেশটির অনেক শহর। হামলা চালাতে গিয়ে নানা নিষেধাজ্ঞার কবলে পড়েছে দেশটি। ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ রাশিয়ার বিপক্ষ নিয়েছে। এ অবস্থায় রাশিয়া যদি অস্তিত্ব সংকটে পড়ে তাহেল কী করবে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি। মস্কো এর জবাব দিয়েছে। বলছে, অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে একথা বলেছেন। খবর বিবিসি, আলজাজিরা।
পুতিন যে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এ বিষয়ে তিনি (পেসকভ) আত্মবিশ্বাসী কিনা- সিএনএন’র ক্রিশ্চিয়ান আমানপুরের এমন প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি নিয়ম আছে এবং এটি সবার জন্য উন্মুক্ত। পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সব কারণ আপনি সেখানে পড়তে পারেন।
‘সুতরাং যদি আমাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি হয়, তবে আমাদের নিয়ম অনুযায়ী এটি (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করতে পারি।’ বলেন পেসকভ।
গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। স্থল, আকাশ ও সমুদ্র- এই তিন পথেই ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। একসঙ্গে তিন দিক দিয়ে হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
পুতিনের এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিশ্বজুড়ে সেসময়ই দেখা দিয়েছিল শঙ্কা। রুশ প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করে সেসময় হোয়াইট হাউস জানায়, পরমাণু হামলা চালানোর হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন।