অল রাউন্ডার সেলফি স্মার্টফোন ভিভো ভি২৩ই

দেশের স্মার্টফোন বাজারে নতুন আরো একটি স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেলটির নাম ভিভো ভি২৩ই। ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রইেট সেলফি ক্যামেরাসহ প্রযুক্তির বিভিন্ন চমক রয়েছে এই স্মার্টফোনটিতে ।

শনিবার থেকে ভিভো ভি২৩ই স্মার্টফোনটি দেশের সকল অথোরাইজড ভিভো স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। ভিভো ভি২৩ই পাওয়া যাচ্ছে মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে।

 

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড লী বলেন, ‘ভিভো সবসময়ই গ্রাহক চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে এসেছে। গ্রাহক চাহিদার ভিত্তিতেই সেলফি ক্যামেরার নতুন অপ্রতিদ্বন্দ্বী স্মার্টফোন ভিভো ভি২৩ই নিয়ে এসেছে ভিভো। যারা নিজের সৃজনশীল পোর্ট্রইেট ছবি তলতে চান, তাদের জন্য নি:সন্দেহে সেরা ডিভাইস হবে এই স্মার্টফোনটি।

 

সেলফির অভিজ্ঞতা পরিবর্তন করবে ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং ক্যামেরা

অটোফোকাস প্রযুক্তি ও বৈচিত্র্যময় পোর্ট্রইেট মোডসহ ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা রয়েছে ভিভো ভি২৩ই স্মার্টফোনে। পোর্ট্রইেট মোডগুলোর মধ্যে রয়েছে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রইেট এবং মাল্টি স্টাইল পোর্ট্রইেট। অনেক বেশি নিখুঁত রঙসহ, স্পষ্ট থেকে স্পষ্টতর সেলফি ধারণে সক্ষম হবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি। আর্র্টিস্টিক এবং ফান শ্যুটের জন্য মাল্টি স্টাইল পোর্ট্রইেট এবং ঘুটঘুটে অন্ধকারে পোর্ট্রইেট ছবি তুলতে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রইেট মোড যুক্ত হয়েছে এই স্মার্টফোনে। একই সময়ে ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি। করোনা মহামারির এই সময়ে অনলাইন ভিডিও আড্ডার স্মৃতিকে ধরে রাখতে এই প্রযুক্তির জুড়ি নেই। ছবিতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করবে ডাবল এক্সপোজার মোড। এছাড়া, কেঁপে যাওয়া ঝাপসা ছবি বা ভিডিও এড়াতে সহায়তা করবে ভিভো ভি২৩ই’র স্টেডিফেস সেলফি ভিডিও মোড।

 

স্লিম ডিজাইনে একঝাঁক ফিচার

স্লিম ডিজাইনে আধুনিক নানা ফিচার ও ব্যাটারি নিয়ে আসা স্মার্টফোন নির্মাতাদের জন্য চ্যালেঞ্জের। ভিভো ভি২৩ই’তে এই চ্যালেঞ্জকেই জয় করেছে ভিভো। স্মার্টফোনটির স্লিমনেস মাত্র ৭ দশমিক ৩৬ মিলিমিটার। মুনলাইট শ্যাডো সংস্করণে একটি সিরামিক ফিল্ম আবরণ রয়েছে, যা একটি ন্যানোস্কেল প্রসেসিং তৈরি করেছে। এর ফলে একটি ক্লাসিক লুক রয়েছে মুনলাইট শ্যাডো রঙের ভি২৩ই’তে। এদিকে, সানশাইন কোস্ট রঙের স্মার্টফোনটিতে রয়েছে স্পোর্টস এজি গ্লাস জেড প্রযুক্তি; যা সিল্কি মসৃণ লুক এনেছে স্মার্টফোনটিতে।

অত্যাধুনিক ফিচারে সেরা পারফরম্যান্স

ভিভো ভি২৩ই স্মার্টফোন অপারেটিং সিস্টেম ১২ দ্বারা পরিচালিত হচ্ছে। স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে ভি২৩ই স্মার্টফোনে। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি সাধারণ স্মার্টফোনের চেয়ে ৩৩% বেশি দ্রুত চার্জ হবে। মাত্র ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ভিভো ভি২৩ই। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই-রেইস সার্টিফিকেশন।

আলট্রা ক্লিয়ার রিয়ার নাইট ক্যামেরা

৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ফ্লেয়ার ইফেক্টের সাথে বোকেহ মোড ব্যবহার করা যাবে । বাংলাদেশে ভিভো ভি২৩ই’র বাজারমূল্য ২৭,৯৯০ টাকা।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় এনসিপি: আখতার হোসেন

» বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

» কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

» আ. লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

» একসাথে বসে কথা বলতে পারছি এনসিপির নেতৃবৃন্দের আন্দোলনের কারণে : ড. আলী রিয়াজ

» জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের

» সকলেই আমাকে দেখে বলে- আপা হর্ন তো বন্ধ হলো না:উপদেষ্টা রিজওয়ানা হাসান

» আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আসার সকল রাস্তা বন্ধ করবো: নাহিদ ইসলাম

» নির্বাচন নিয়ে টালবাহানা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামব

» ফ‍্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু বিদায় হয়নি: ডা. শফিকুর রহমান

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অল রাউন্ডার সেলফি স্মার্টফোন ভিভো ভি২৩ই

দেশের স্মার্টফোন বাজারে নতুন আরো একটি স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেলটির নাম ভিভো ভি২৩ই। ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রইেট সেলফি ক্যামেরাসহ প্রযুক্তির বিভিন্ন চমক রয়েছে এই স্মার্টফোনটিতে ।

শনিবার থেকে ভিভো ভি২৩ই স্মার্টফোনটি দেশের সকল অথোরাইজড ভিভো স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। ভিভো ভি২৩ই পাওয়া যাচ্ছে মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে।

 

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড লী বলেন, ‘ভিভো সবসময়ই গ্রাহক চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে এসেছে। গ্রাহক চাহিদার ভিত্তিতেই সেলফি ক্যামেরার নতুন অপ্রতিদ্বন্দ্বী স্মার্টফোন ভিভো ভি২৩ই নিয়ে এসেছে ভিভো। যারা নিজের সৃজনশীল পোর্ট্রইেট ছবি তলতে চান, তাদের জন্য নি:সন্দেহে সেরা ডিভাইস হবে এই স্মার্টফোনটি।

 

সেলফির অভিজ্ঞতা পরিবর্তন করবে ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং ক্যামেরা

অটোফোকাস প্রযুক্তি ও বৈচিত্র্যময় পোর্ট্রইেট মোডসহ ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা রয়েছে ভিভো ভি২৩ই স্মার্টফোনে। পোর্ট্রইেট মোডগুলোর মধ্যে রয়েছে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রইেট এবং মাল্টি স্টাইল পোর্ট্রইেট। অনেক বেশি নিখুঁত রঙসহ, স্পষ্ট থেকে স্পষ্টতর সেলফি ধারণে সক্ষম হবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি। আর্র্টিস্টিক এবং ফান শ্যুটের জন্য মাল্টি স্টাইল পোর্ট্রইেট এবং ঘুটঘুটে অন্ধকারে পোর্ট্রইেট ছবি তুলতে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রইেট মোড যুক্ত হয়েছে এই স্মার্টফোনে। একই সময়ে ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি। করোনা মহামারির এই সময়ে অনলাইন ভিডিও আড্ডার স্মৃতিকে ধরে রাখতে এই প্রযুক্তির জুড়ি নেই। ছবিতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করবে ডাবল এক্সপোজার মোড। এছাড়া, কেঁপে যাওয়া ঝাপসা ছবি বা ভিডিও এড়াতে সহায়তা করবে ভিভো ভি২৩ই’র স্টেডিফেস সেলফি ভিডিও মোড।

 

স্লিম ডিজাইনে একঝাঁক ফিচার

স্লিম ডিজাইনে আধুনিক নানা ফিচার ও ব্যাটারি নিয়ে আসা স্মার্টফোন নির্মাতাদের জন্য চ্যালেঞ্জের। ভিভো ভি২৩ই’তে এই চ্যালেঞ্জকেই জয় করেছে ভিভো। স্মার্টফোনটির স্লিমনেস মাত্র ৭ দশমিক ৩৬ মিলিমিটার। মুনলাইট শ্যাডো সংস্করণে একটি সিরামিক ফিল্ম আবরণ রয়েছে, যা একটি ন্যানোস্কেল প্রসেসিং তৈরি করেছে। এর ফলে একটি ক্লাসিক লুক রয়েছে মুনলাইট শ্যাডো রঙের ভি২৩ই’তে। এদিকে, সানশাইন কোস্ট রঙের স্মার্টফোনটিতে রয়েছে স্পোর্টস এজি গ্লাস জেড প্রযুক্তি; যা সিল্কি মসৃণ লুক এনেছে স্মার্টফোনটিতে।

অত্যাধুনিক ফিচারে সেরা পারফরম্যান্স

ভিভো ভি২৩ই স্মার্টফোন অপারেটিং সিস্টেম ১২ দ্বারা পরিচালিত হচ্ছে। স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম রয়েছে, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে ভি২৩ই স্মার্টফোনে। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির কারণে ভি২৩ই স্মার্টফোনটি সাধারণ স্মার্টফোনের চেয়ে ৩৩% বেশি দ্রুত চার্জ হবে। মাত্র ১৫ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হবে ভিভো ভি২৩ই। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ভিভো ভি২৩ই পেয়েছে হাই-রেইস সার্টিফিকেশন।

আলট্রা ক্লিয়ার রিয়ার নাইট ক্যামেরা

৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ফ্লেয়ার ইফেক্টের সাথে বোকেহ মোড ব্যবহার করা যাবে । বাংলাদেশে ভিভো ভি২৩ই’র বাজারমূল্য ২৭,৯৯০ টাকা।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com