কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন কেয়াবন এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজির সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভরের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন কেয়াবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের কেয়াবনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৫টি পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাসমূহ তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করে।
তিনি আরও জানান, জব্দ বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।