চলতি প্রজন্মের মেধাবী বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একের পর এক ছবিতে কাজ করে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। এখন আলিয়ার কোনো ছবিতে অন্তর্ভুক্তি মানেই বিশেষ কিছু। সবশেষ ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। সঞ্জয় লিলা বানসালী পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে আলোড়ন তোলেন আলিয়া। এদিকে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ সময় ধরেই সম্পর্ক আলিয়া ভাটের। তাদের বিয়ে নিয়েও সাম্প্রতিক সময়ে চলছে নানা আলোচনা। গুজব রটেছিল আগামী এক মাসের মধ্যেই বিয়ে করতে যাচ্ছেন তারা।
কিন্তু সে ধরনের পরিকল্পনার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রণবীর ও আলিয়া দু’জনই। বরঞ্চ নিজেদের পরবর্তী ছবি ‘ব্রহ্মাণ্ড’ নিয়ে উচ্ছ্বসিত ও উত্তেজিত এ দুই তারকা। কারণ এ ছবিতে তারা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ বছরের সেপ্টেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে। তার আগে দীর্ঘ সময় প্রচারণায় ব্যয় করতে চান তারা। এদিকে আলিয়ার হাতে রয়েছে আরও দুটি ছবি। এরমধ্যে ‘ডার্লিং’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। এ ছাড়াও তিনি শুটিং করছেন ‘রকি অউর রানী কি প্রেমকাহিনী’ ছবির। এটি পরিচালনা করছেন করণ জোহর। আলিয়া নিজের বিয়ে প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। তারপরও সবার যখন জানার খুব আগ্রহ তাই বলছি যে বিয়ের জন্য আমি অপেক্ষা করতে চাই। ভালো একটা সময় ঠিক করেই শুভ কাজ সারবো। এর আগে কেউ গুঞ্জন না ছড়ালে খুশি হবো।
সূএ:মানবজমিন