অপারেশনের পর চোখ থেকে বেরিয়ে এলো ২ সেন্টিমিটারের মাছির লার্ভা

কিছুদিন আগে আমাজন বনে ঘুরতে গিয়েছিলেন এক মার্কিন নারী। এই ঘুরতে যাওয়াটাই যে তার কাল হবে ঘুণাক্ষরেও সেটা মনে আসেনি তার। সেখান থেকে ফেরার পর তার শরীরে মিয়াসিসের সংক্রমণ দেখা দেয়। বিরল এই রোগটি এক ধরনের টিস্যুর সংক্রমণ।

 

মার্কিন ওই নারী বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে আছেন। সেখানেই একটি হাসপাতালে তার এই রোগ শনাক্ত হয়। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সফল অপারশেনের পর তার চোখ, ঘাড় এবং বাহু থেকে বেরিয়ে আসে মাছির তিনটি লার্ভা।

চিকিৎসকরা জানিয়েছেন, ৩২ বছর বয়সী ওই নারীর চোখ, ঘাড় এবং বাহু থেকে ২ সেন্টিমিটার আকৃতির তিনটি জীবিত মাছির লার্ভা বের করা হয়েছে।

 

মানবদেহের টিস্যুতে কোনো ধরনের মাছির লার্ভা থেকে যে সংক্রমণ হয় তাকেই মূলত মিয়াসিস বলা হয়। ওই নারী হাসপাতালের জরুরি বিভাগে এসে অভিযোগ করেন যে, তার ডান চোখের ওপরের পাতা ফুলে লাল হয়ে গেছে এবং অস্বস্তি লাগছে।

 

তিনি আরও জানান, গত ৪ থেকে ৬ সপ্তাহ ধরে তার চোখের পাতার ভেতরে কোনো কিছুর নড়াচড়া অনুভব করছিলেন তিনি। দিল্লির ফোর্টিস হাসপাতাল থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

ওই হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ নাদিম বলেন, এটা খুবই বিরল কেস। তিনি বলেন, ওই মার্কিন নারী বর্তমানে ভারতে পর্যটক হিসেবে আছেন। দুমাস আগে তিনি আমাজনের জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। তিনি যেহেতু আমাজনে ঘোরাঘুরি করেছেন তাই তার দেহের বিভিন্ন অংশে বাইরে থেকে কোনো সংক্রমণ ঘটে থাকতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছিল।

পরবর্তীতে তা শনাক্ত হয় এবং অপারেশন করে তা বের করে আনা হয়। সার্জারি বিভাগের ডা. নারোলা ইয়াঙ্গার সফলভাবে ওই নারীর দেহের বিভিন্ন অঙ্গ থেকে তিনটি মাছির লার্ভা বের করতে সক্ষম হন। এর মধ্যে একটি বের করা হয়েছে চোখের ডান পাতার ভেতর থেকে, একটি ঘাড় থেকে এবং বাকি একটি তার হাতের বাহু থেকে।

 

সব ধরনের সতর্কতা মেনে অ্যানেসথেসিয়া ব্যবহার না করে ১০ থেকে ১৫ মিনিটের অপারেশনেই মাছির লার্ভাগুলো বের করে আনা হয়। পরে প্রয়োজনীয় ওষুধপত্র বুঝিয়ে দিয়ে ওই নারীকে জরুরি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়।

 

এর আগে আমেরিকা এবং আফ্রিকার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এ ধরনের কেস শনাক্ত হয়েছে। অপরদিকে ভারতে বেশিরভাগ গ্রামাঞ্চলে বিশেষ করে শিশুদের মধ্যে এ ধরনের কেস বেশি দেখা যায়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

» বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

» জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে: মতিউর রহমান আকন্দ

» বদরুদ্দীন উমর ছিলেন বহু রাজনীতিবীদের শিক্ষক: মির্জা ফখরুল

» বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষ ভোটের অধিকার নিশ্চিত করে  : ড. মঈন খান

» সুন্দরবনের উপকূলের বাগেরহাটে শাপলা বিক্রি করেই চলছে দিনমজুর হানিফের সংসার, সরকারী সহায়তা বঞ্চিত!

» লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুত ৪ শত ৬৮ টি পূজা মন্ডব

» আগৈলঝাড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ললিতা সরকার শিক্ষা ও নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ডে ভূষিত

» ঢাকা থেকে জামালপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

» গানের শিক্ষক নিয়োগ বাতিল না করলে সরকারকে বাধ্য করার হুমকি ওলামা পরিষদের

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অপারেশনের পর চোখ থেকে বেরিয়ে এলো ২ সেন্টিমিটারের মাছির লার্ভা

কিছুদিন আগে আমাজন বনে ঘুরতে গিয়েছিলেন এক মার্কিন নারী। এই ঘুরতে যাওয়াটাই যে তার কাল হবে ঘুণাক্ষরেও সেটা মনে আসেনি তার। সেখান থেকে ফেরার পর তার শরীরে মিয়াসিসের সংক্রমণ দেখা দেয়। বিরল এই রোগটি এক ধরনের টিস্যুর সংক্রমণ।

 

মার্কিন ওই নারী বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে আছেন। সেখানেই একটি হাসপাতালে তার এই রোগ শনাক্ত হয়। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সফল অপারশেনের পর তার চোখ, ঘাড় এবং বাহু থেকে বেরিয়ে আসে মাছির তিনটি লার্ভা।

চিকিৎসকরা জানিয়েছেন, ৩২ বছর বয়সী ওই নারীর চোখ, ঘাড় এবং বাহু থেকে ২ সেন্টিমিটার আকৃতির তিনটি জীবিত মাছির লার্ভা বের করা হয়েছে।

 

মানবদেহের টিস্যুতে কোনো ধরনের মাছির লার্ভা থেকে যে সংক্রমণ হয় তাকেই মূলত মিয়াসিস বলা হয়। ওই নারী হাসপাতালের জরুরি বিভাগে এসে অভিযোগ করেন যে, তার ডান চোখের ওপরের পাতা ফুলে লাল হয়ে গেছে এবং অস্বস্তি লাগছে।

 

তিনি আরও জানান, গত ৪ থেকে ৬ সপ্তাহ ধরে তার চোখের পাতার ভেতরে কোনো কিছুর নড়াচড়া অনুভব করছিলেন তিনি। দিল্লির ফোর্টিস হাসপাতাল থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

ওই হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ নাদিম বলেন, এটা খুবই বিরল কেস। তিনি বলেন, ওই মার্কিন নারী বর্তমানে ভারতে পর্যটক হিসেবে আছেন। দুমাস আগে তিনি আমাজনের জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। তিনি যেহেতু আমাজনে ঘোরাঘুরি করেছেন তাই তার দেহের বিভিন্ন অংশে বাইরে থেকে কোনো সংক্রমণ ঘটে থাকতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছিল।

পরবর্তীতে তা শনাক্ত হয় এবং অপারেশন করে তা বের করে আনা হয়। সার্জারি বিভাগের ডা. নারোলা ইয়াঙ্গার সফলভাবে ওই নারীর দেহের বিভিন্ন অঙ্গ থেকে তিনটি মাছির লার্ভা বের করতে সক্ষম হন। এর মধ্যে একটি বের করা হয়েছে চোখের ডান পাতার ভেতর থেকে, একটি ঘাড় থেকে এবং বাকি একটি তার হাতের বাহু থেকে।

 

সব ধরনের সতর্কতা মেনে অ্যানেসথেসিয়া ব্যবহার না করে ১০ থেকে ১৫ মিনিটের অপারেশনেই মাছির লার্ভাগুলো বের করে আনা হয়। পরে প্রয়োজনীয় ওষুধপত্র বুঝিয়ে দিয়ে ওই নারীকে জরুরি বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়।

 

এর আগে আমেরিকা এবং আফ্রিকার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এ ধরনের কেস শনাক্ত হয়েছে। অপরদিকে ভারতে বেশিরভাগ গ্রামাঞ্চলে বিশেষ করে শিশুদের মধ্যে এ ধরনের কেস বেশি দেখা যায়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com