ঈদে একটি বিশেষ নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। নাটকের নাম ‘তুমি আমি আর আমরা। পরিচালনা করেছেন সকাল আহমেদ। এ নাটকে সারিকা অভিনয় করেছেন ইরফান সাজ্জাদের বিপরীতে। নাটকটি প্রচার হবে ঈদের সপ্তম দিন রাত ৮টায়। নাটকের গল্পে দেখা যাবে আনিস সাহেব ছোট একটি ফ্ল্যাটে থাকে। মা-স্ত্রী নিয়ে তার সুখের সংসার। অফিস আর বাসা আর সকাল বিকাল মা বৌয়ের তরকারি ওয়ালাদের সঙ্গে, দারোয়ানের সঙ্গে খটরমটর করেই দিনকাল চলে। একদিন সকালে বাঁধে বিপত্তি।
তুমুল হট্টগোল। আনিস সাহেব মনে করছে, তরকারিওয়ালাদের সঙ্গে ঝামেলা। সে এগিয়ে যায় নিচে। তখনই একটি ছেলে বাবা বাবা বলে আনিসকে জড়িয়ে ধরে। তখন স্ত্রী কঠিন চোখে তাকিয়ে মুখে কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় আর মাও কোনো কথা না বলে চলে যায়। আনিস সাহেব কিছু বুঝতে পারে না, এই ছেলে তাকে বাবা বলছে কেন। সংসারে অশান্তি লাগে। স্ত্রী মনে করে, এই ছেলে আনিসের। আনিস কোনোভাবেই বুঝাতে পারে না। এইদিকে ছোট্ট ছেলে ডেনিসকে নিয়ে আছে বিপদে। ডেনিসও বাবা বাবা বলে। সব সময় আনিসের কাছে থাকে। এ নাটকে অভিনয় বিষয়ে সারিকা বলেন, ভিন্নধর্মী গল্পে কাজ করতে ভালো লাগে। এ কাজটিও তেমন। এখানে অন্য এক সারিকাকে খুঁজে পাবেন দর্শক। আমার বিশ্বাস নাটকটি ঈদে দর্শকদের ভালো লাগবে। এ নাটক ছাড়াও এবারের ঈদে আরও বেশ কয়েকটি নাটকে দেখা যাবে সারিকাকে। এছাড়াও বাংলাভিশনে ‘আমার আমি’ অনুষ্ঠানটি উপস্থাপনা নিয়েও ব্যস্ত তিনি । সূূএ:মানবজমি