অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ: বাহাউদ্দিন নাছিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ায় ‘বাংলাদেশ এখন অন্ধকার থেকে আলোর পথে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

 

তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের সময় মানুষ যে অন্ধকার যুগে ছিল শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে তা থেকে বেরিয়ে শতভাগ আলোর পথে। ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।

 

রবিবার পায়রা সমুদ্র বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জনগণের প্রতি যে দায়িত্ব, তা পালনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোমবার পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শতভাগ বিদ্যুতের চাহিদা পূরণে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দক্ষিণাঞ্চলের মানুষও উন্নয়নের পথে আরেক ধাপ এগিয়ে যাবে।

 

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। বঙ্গবন্ধুকন্যা মানুষের কাছে যে অঙ্গীকার করেছেন তা পূরণের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন। আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, এই কারণেই বাংলাদেশের ১৭কোটি জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থাশীল। জনগণের সমর্থন নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার দায়িত্ব পাবে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি যেখানে আছে তার চেয়েও আরো একধাপ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে দক্ষিণাঞ্চলের মানুষ সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে। তার সুদৃষ্টির কারণে আজ পুরো বাংলাদেশ বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার মানের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু, শেখ রাসেল সেতু, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, অর্থনৈতিক অঞ্চলের মতো মেগা প্রকল্প এ অঞ্চলে করেছেন। এ সব কিছুই তার অবদান।

 

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» থাইল্যান্ডে দাউ দাউ করে জ্বলছে পুরো পাহাড়

» বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৯ জন আটক

» আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক শামসুজ্জামানকে

» এবারের আইপিএলে যত নতুন নিয়ম

» জাতিসংঘ সদর দপ্তরে চিত্র প্রদর্শনীতে একাত্তরের গণহত্যার উপাখ্যান

» উরফিকে নিয়ে এবার মুখ খুললেন কারিনা

» ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন আটক

» ধারালো অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

» জমি সংক্রান্ত বিরোধের জের পল্লী চিকিৎসককে কুপিয়ে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা

» কক্সবাজার সৈকত ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ: বাহাউদ্দিন নাছিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ায় ‘বাংলাদেশ এখন অন্ধকার থেকে আলোর পথে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

 

তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের সময় মানুষ যে অন্ধকার যুগে ছিল শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে তা থেকে বেরিয়ে শতভাগ আলোর পথে। ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।

 

রবিবার পায়রা সমুদ্র বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জনগণের প্রতি যে দায়িত্ব, তা পালনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোমবার পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শতভাগ বিদ্যুতের চাহিদা পূরণে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দক্ষিণাঞ্চলের মানুষও উন্নয়নের পথে আরেক ধাপ এগিয়ে যাবে।

 

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। বঙ্গবন্ধুকন্যা মানুষের কাছে যে অঙ্গীকার করেছেন তা পূরণের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন। আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, এই কারণেই বাংলাদেশের ১৭কোটি জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থাশীল। জনগণের সমর্থন নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার দায়িত্ব পাবে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি যেখানে আছে তার চেয়েও আরো একধাপ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে দক্ষিণাঞ্চলের মানুষ সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে। তার সুদৃষ্টির কারণে আজ পুরো বাংলাদেশ বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার মানের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু, শেখ রাসেল সেতু, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, অর্থনৈতিক অঞ্চলের মতো মেগা প্রকল্প এ অঞ্চলে করেছেন। এ সব কিছুই তার অবদান।

 

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com