ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবার ওপর একেরপর এক হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে অন্তত ৪০ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে রাজধানী কিয়েভে।
শুক্রবার এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘বেছে বেছে বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। লাগাতার ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। চলছে ড্রোন হামলাও।
জেলেনস্কি আরও অভিযোগ করে বলেন, শীতের আগে গোটা ইউক্রেনকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে মস্কো। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় রাজধানী কিয়েভে দেখা দিয়েছে পানি সংকট।
এমন অবস্থা চলতে থাকলে আসন্ন শীতে পরিস্থিতি ভয়াবহ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইউক্রেনের দাবি, ইরানের তৈরি ‘শাহিদ-১৩৬ কামিকাজে’ ড্রোন দিয়ে লাগাতার হামলা চালাচ্ছে ক্রেমলিন। সেই কারণে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর দাবি জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
এদিকে ইউক্রেনে পরমাণু হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানী মস্কোয় আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের সভায় যোগ দেন তিনি।
প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ইউক্রেন পরমাণু অস্ত্র ব্য়বহারের কোনও পরিকল্পনা আমাদের নেই। মস্কো কখনই পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলেনি। ইউক্রেনে পরমাণু হামলার কোনও প্রয়োজন হবে বলেও আমরা মনে করি না। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই নিয়ে মিথ্যে কথা প্রচার করে চলেছে।
ইউক্রেন যুদ্ধের আবহে বুধবার থেকে মহড়া শুরু করেছে মস্কোর পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত বাহিনী ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’। সেই মহড়ার লাইভ টেলিকাস্ট নিজের দফতরে বসে দেখেছেন পুতিন।