ফাইল ছবি
অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় এক নারী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
আজ সকালে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি হাতীবান্ধা থানার ওসি মাহমুদুর নবী নিশ্চিত করেন।
সকালে হাঁটতে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন ওই নারী।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মাহমুদুর নবী বলেন, জমিরন বেগম নিয়মিত সকালে হাঁটতে বের হতেন এবং কানেও কিছুটা কম শুনতে পারতেন।
শনিবার সকালে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি হাতীবান্ধার দিকে যাচ্ছিল। ট্রেনের শব্দ শুনতে না পেয়ে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি মাহমুদুর নবী বলেন, ‘নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







