নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শনিবার উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বঙ্গভবন থেকে অনুমতি দেওয়া হচ্ছে না। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদকালে সমাবর্তন আয়োজন সম্ভব নয়। ২৩ এপ্রিল নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিলে আমরা দ্বিতীয় সমাবর্তন আয়োজন নিয়ে পরিকল্পনা করছি। আশা করি, রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার দ্রুত সময়ের মধ্যে সমাবর্তন আয়োজন করতে পারব।
জবি পরীক্ষা-নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী ১০ হাজারের বেশি শিক্ষার্থী সমাবর্তনের অপেক্ষায় আছেন।
সমাবর্তনের অপেক্ষায় থাকা একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বর্তমান রাষ্ট্রপতির উপস্থিতিতেই সমাবর্তন আয়োজন করছে। সে জায়গায় জবি প্রশাসন পারছে না।
স্নাতক শেষ করা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম নিলয় বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম স্বপ্ন হলো সমাবর্তনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত মাত্র একবার সমাবর্তন আয়োজন করতে পেরেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই নিয়মিত সমাবর্তন আয়োজন করতে পারে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো আয়োজন করছেই।
ক্ষোভ জানিয়ে ২০১৬-১৭ আশরাফুল রিমন বলেন, ‘সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তনের আয়োজন করেছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অজুহাত দিয়েই চলছে।
২০২০ সালের ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ১৪ বছর পর জবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। পুরান ঢাকার ধুপখোলা মাঠে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিতিতে ১৯ হাজার শিক্ষার্থী কালো গাউনে সমাবর্তন উদযাপন করেন। সেই প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২টি ব্যাচ অংশ নেয়।
সূএ: ঢাকাটাইমস