ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশে মাছ সরবরাহ করছি। এবারও তাদের ধর্মীয় উৎসবের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপের কারণে নয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, গত বছর ৩ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। তবে এবার অনুমোদন দেয়া হয়েছে মাত্র এক হাজার ২০০ টন।
গত বছরের তুলনায় এ বছর দেশে ইলিশের আহরণ কম হওয়ায় বাজারে দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই মাসে গত মৌসুমের তুলনায় ৩৭ শতাংশ এবং আগস্ট মাসে ৪৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে।
ফরিদা আখতার বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার জনকল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের কাছেও মাছ রপ্তানির বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।’
কৃষি খাতের মতো মৎস্য খাতে প্রণোদনা নেই উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘এ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে।’ মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।