আবু মুসা মোহন: রায়পুরে ভাইরাসজনিত জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের মতে, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও অপরিষ্কার পরিবেশ এই ভাইরাস জ্বরের অন্যতম কারণ। জ্বরের পাশাপাশি মাথাব্যথা, শরীর ব্যথা ও সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে রোগীদের মধ্যে।
স্বাস্থ্য বিভাগ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ফুটানো পানি পান করা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।