সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে চলা জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মানুষের ঢল দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার (১৯ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে।
রাস্তায় কোন গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটার দূরত্ব প্রায় আট কি.মি.।
এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না।।।
১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য।
হান্নান মাসউদ লেখেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মীথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো। একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত। দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সকল গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা।