সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে ছিল তিন পরিবর্তন। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে টেস্ট দলে যোগ দিলেন এনামুল হক বিজয়। সেইসঙ্গে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। আর স্পিন বিভাগে এসেছেন নাইম হাসান। তিন জনের মধ্যে ম্যাচে প্রভাব রেখেছেন এখন পর্যন্ত তানজিম সাকিবই।
নিজের অভিষেকে পেয়েছেন উইকেটের দেখা। দলীয় ৪১ রানে ফেরান সিলেট টেস্টে দারুণ ব্যাট করা ব্রায়ান বেনেটকে। তবে ফেরার আগে চট্টগ্রামের মাঠে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছে বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। তানজিম সাকিবের অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট।
খানিক পরেই আউট হয়েছিলেন নিক ওয়েলস। মিরাজের বলে তাকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ওয়েলস। মিরাজের বলটা ব্যাট বা গ্লাভসে লাগেনি। দলীয় ৭৩ রানে অবশ্য বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। এই দফায় তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।
শেষ পর্যন্ত লাঞ্চের আগে আর কোনো উইকেট নেয়া হয়নি বাংলাদেশের। নিক ওয়েলসের সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ শন উইলিয়ামস।