সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল চত্বরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এই উদ্যোগ ২০১৬ সাল থেকে অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান এশসহ সিডনি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ান জাতীয় সংগীত পরিবেশন করেন আল ফয়সাল স্কুলের ছাত্রছাত্রীরা। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সমবেত সদস্যরা। এরপর আদিবাসীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়।
সূএ: বাংলাদেশ প্রতিদিন