ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুরে কওসার হোসেন ওরফে কটা (৫০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কওসার হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। ওই সময় তাকে বেদম পিটিয়ে এলাঙ্গী গ্রামের রাস্তার ওপর ফেলে যায়। পুলিশ রাস্তার ওপর থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।