ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় প্রাইভেটকার চাপায় রাহিমা খাতুন নামের পথচারী এক নারীর নিহত হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার রাহিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারীর নিহত হয়। আশপাশের লোকজন দৌড়ে আসার পূর্বেই দ্রুত গতির গাড়িটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
তিনি জানান, স্বজনরা জানিয়েছেন নিহত নারী তার এক আত্মীয়ের বাসায় থেকে চাকুরির খোঁজে গিয়েছিলেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।