সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।
আজ রাজধানীর বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি।
ড. আফম খালিদ হোসেন আরও বলেন, ‘আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন, চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।
নির্বাচন ইস্যুতে উপদেষ্টা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।’ হজের খরচ এক লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল বলেন, জুলাই আগস্ট যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।