ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাঙামাটিতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিকেল ৫টার দিকে বরকল উপজেলার বিজিবির চেকপোস্টে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা (৪৫)। তাদের গ্রামের বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকা ত্রিপুরা রাজ্যের লুংলে জেলায়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার ১০০ টাকাসহ মোবাইল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির বরকল উপজেলার বিজিবির চেকপোস্টে অতিক্রম করছিল একটি যাত্রীবাহী স্পিডবোট। এ সময় ওই বোটে ৬ জন যাত্রী ছিল। চেকপোস্টে তাদের নাম পরিচয় জানতে চাইলে ভারতীয় নাগরিক সুরেশ চাকমা ও অরং খান চাকমাকে সন্দে হয়। পরে তাদের তল্লাশি করেন বিজিবির সদস্যরা। জিজ্ঞাসাবাদ করা হলে তারা দু’জন নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেন।
রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান জানান, ভারতীয় নাগরিকদের সাথে যারা সহযোগী ছিল তাদেরও আটক করা হয়েছে। তারা বরকল বিজিবির ক্যাম্পে আছে। বরকল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।