ছবি সংগৃহীত
দুই মাসের ব্যবধানে আবারও পরিবর্তন এসেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) পদে। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।
আজ ডিজিএফআই ডিজিসহ সেনাবাহিনীর বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়।
প্রায় দুই মাস ধরে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়।
ডিজিএফআইয়ের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া মেজর জেনারেল জাহাঙ্গীর আলম এর আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন।
গত ১২ আগস্ট ডিজিএফআইয়ের ডিজির দায়িত্ব পান ফয়জুর রহমান। তার আগে তিনি ছিলেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট।
।