নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর।
২০১৩ সালের ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ‘ও’ লেভেল পড়ুয়া ত্বকী। নিখোঁজের দু’দিন পর নগরীর চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার বাবা রফিউর রাব্বি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন।
উচ্চ আদালতের নির্দেশে র্যাব মামলাটি তদন্ত করে। গ্রেফতার হয় ৫ জন। এর মধ্যে সুলতান শওকত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তবে, হত্যাকাণ্ডের ৯ বছরেও আদালতে অভিযোগপত্র দেয়া হয়নি।