আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  রাজধানীর সায়েন্সল্যাবে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

আজ দুপুরে সায়েন্সল্যাব এলাকায় ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে সংঘর্ষের পর বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি শান্ত আছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সূত্রপাতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এর জবাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আইডিয়াল কলেজের একজনকে মারধর করেন। এ ঘটনার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে দুই পক্ষের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকে। এ সময় কোনো অনভিপ্রেত পরিস্থিতি যেন তৈরি না হয়, তার চেষ্টা করে পুলিশ।

 

পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০-৬০ জন শিক্ষার্থী সংঘর্ষের উদ্দেশ্যে সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হন। এসময় পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশ মিরপুর সড়কের দিকে ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ছত্রভঙ্গ হয়ে যায়।

 

বিষয়টি নিয়ে ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা  বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

» পোস্টাল ভোট অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে অনন্য সংযোজন : সিইসি

» জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

» তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

» ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’

» তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

» ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

» সাংবাদিক মুজতবা খন্দকারের বিরুদ্ধে সাইবার আইনে মামলায় বিএফইউজের উদ্বেগ

» হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে

» তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  রাজধানীর সায়েন্সল্যাবে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

আজ দুপুরে সায়েন্সল্যাব এলাকায় ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে সংঘর্ষের পর বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি শান্ত আছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সূত্রপাতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এর জবাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আইডিয়াল কলেজের একজনকে মারধর করেন। এ ঘটনার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে দুই পক্ষের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকে। এ সময় কোনো অনভিপ্রেত পরিস্থিতি যেন তৈরি না হয়, তার চেষ্টা করে পুলিশ।

 

পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০-৬০ জন শিক্ষার্থী সংঘর্ষের উদ্দেশ্যে সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হন। এসময় পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশ মিরপুর সড়কের দিকে ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ছত্রভঙ্গ হয়ে যায়।

 

বিষয়টি নিয়ে ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা  বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com