মোরেলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১, আহত ৩   

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোররাতে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন—বাগেরহাট জেলার চরগ্রাম এলাকার রশিদ শেখের ছেলে মতিউর রহমান (৪৫)।

আহতরা হলেন—ফকিরহাট থানার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে জনি (৩৮), বাগেরহাট জেলার ভাগা বাজার গ্রামের বজলু হাওলাদারের ছেলে মোঃ রুম্মান (৩৮), এবং ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পলাশ ও নয়নের গোয়ালঘর থেকে দুই দিন আগে চারটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার ভোররাতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৪০৩৩) নিয়ে সাতজন চোরচক্রের সদস্য আবারও গরু চুরি করতে আসে।

গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ সময় চারজনকে ধরে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। পরে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করেছে, যা এখনো রাস্তার পাশের পানিতে পড়ে আছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সবজির স্বস্তি পেঁয়াজে ম্লান

» দুবাই গ্রিন বাংলা ক্রিকেটে চ্যাম্পিয়ন ড্রাগন ওয়ারিয়াস

» মা হলেন ক্যাটরিনা কাইফ

» জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

» জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

» প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৬ জন গ্রেফতার

» পারিবারিক সহিংসতায় সৎ ছেলের হাসুয়ার আঘাতে বাবা নিহত

» ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ ২জন নিহত

» প্রবাসীকে গুলি করে হত্যা

» টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ ভেন্যু চূড়ান্ত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোরেলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১, আহত ৩   

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোররাতে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন—বাগেরহাট জেলার চরগ্রাম এলাকার রশিদ শেখের ছেলে মতিউর রহমান (৪৫)।

আহতরা হলেন—ফকিরহাট থানার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে জনি (৩৮), বাগেরহাট জেলার ভাগা বাজার গ্রামের বজলু হাওলাদারের ছেলে মোঃ রুম্মান (৩৮), এবং ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পলাশ ও নয়নের গোয়ালঘর থেকে দুই দিন আগে চারটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার ভোররাতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৪০৩৩) নিয়ে সাতজন চোরচক্রের সদস্য আবারও গরু চুরি করতে আসে।

গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ সময় চারজনকে ধরে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। পরে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করেছে, যা এখনো রাস্তার পাশের পানিতে পড়ে আছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com